টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এই সংগঠনের নেতৃস্থানীয় শিল্পীদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়েছেন সাধারণ শিল্পীরা। শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে বিবৃতি দেওয়ায় এই সংগঠন থেকে পদত্যাগও করেছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এছাড়া আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপে অভিনয়শিল্পী সংঘের নেতাদের সম্পৃক্ততাও এখন প্রকাশ্য।
সবমিলিয়ে অভিনয়শিল্পীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত এই সংগঠনের আশু সংস্কার প্রয়োজন বলে মনে করছেন সচেতন শিল্পীরা। সংগঠনের সদস্য এবং সদস্য নন এমন শিল্পীরা একজোট হয়ে অভিনয়শিল্পী সংঘের সংস্কারের দাবি তুলেছেন।
তবে সংস্কারের বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসানের সঙ্গে আলোচনায় বসতে চাইলে তারা সাড়া দেননি, উল্টো সংস্কার চাওয়া শিল্পীদের ‘অ-সদস্য’ বলে বৈষম্য তৈরির চেষ্টা করেছেন বলে অভিযোগ সাধারণ শিল্পীদের।
এমন পরিস্থিতিতে শনিবার (৭ আগস্ট) সংগঠনের সদস্য এবং সদস্য নন এমন শিল্পীরা আলোচনা করে সিদ্ধান্ত নেন, বর্তমান কমিটিকে বিগত দিনের সব ভুলের জন্য ক্ষমা চেয়ে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে। এরপর নতুন নির্বাচন করতে হবে। এসব দাবি মেনে নেওয়ার জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তারা।
শিল্পীদের বৈঠকে উপস্থিত ছিলেন-ইন্তেখাব দিনার, আজমেরী হক বাঁধন, এফ এস নাঈম, নাদিয়া আহমেদ, নাজিয়া হক অর্ষা, শ্যামল মাওলা, সুষমা সরকার, কাজী নওশাবা আহমেদ, মৌসুমী হামিদ, খায়রুল বাসার, শরিফ সিরাজ, মনোজ প্রামাণিক, সোহেল মন্ডল, আরেফিন জিলানী সাকিব, সিয়াম নাসির, ইমরান হাসো প্রমুখ।