আলু আমদানিতে শুল্ক রেয়াতের মেয়াদ বাড়ানো হচ্ছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন সভাপতিত্ব করেন। বৈঠক শেষে জানতে চাইলে বাণিজ্যসচিব প্রথম আলোকে বলেন, ‘আলু আমদানিতে শুল্ক রেয়াতের মেয়াদ আরও এক থেকে দেড় মাস বৃদ্ধির জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রস্তাব দেব।’তিনি আরও বলেন, শুল্ক রেয়াত দেওয়ার পর আলু আমদানির ঋণপত্র (এলসি) ভালোই খোলা হয়েছে। পেঁয়াজ আমদানির ঋণপত্র খোলাও সন্তোষজনক।