টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন শেষে যাওয়ার পথে ছাত্রীদের ইভটিজিং ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৫-৬ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
সোমবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা করে পরিবহণ শ্রমিকরা। হামলায় নেতৃত্ব দেয় পরিবহণ শ্রমিক জিয়া, শফিকুল, আলিম, খলিল ও ইউসুফসহ বেশ কয়েকজন। হামলায় গুরতর আহত শিক্ষার্থী আসমাউল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আসমাউল ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদকে রোববার হঠাৎ বদলির আদেশ হয়। ইউএনওর এ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
শিক্ষার্থীরা ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে। পরে তারা সড়ক থেকে সরে গিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় তাদের উপর হামলা করে পরিবহণ শ্রমিকরা। এ সময় শ্রমিকরা হামলা করে দুইজন ছাত্রীকে ইভটিজিং ও লাঞ্ছিত এবং ছাত্রদের মারধর করে। এতে হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
পরে হামলার খবরটি ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ ও বিক্ষোভ করে।