ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মেশালকে নতুন করে হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ।
শুক্রবার তিনি এ হুমকি দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিশরের বার্তা সংস্থা মিসরি আশ-শারুক।
২৭ বছর আগেও একবার ইসরাইলি গুপ্তহত্যা থেকে বেঁচে ফেরেন হামাসের এই নেতা।
মিসরি আশ-শারুক জানিয়েছে, সম্প্রতি ইসরাইলজুড়ে আত্মঘাতী অভিযান শুরু হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে নেতানিয়াহুর সরকার। এমনকি ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজ হামাস প্রধান খালেদ মেশালকে হত্যা করারও হুমকি দিয়েছেন।
তিনি বলেছেন, খালেদ মেশালকে হত্যা করার যে ইচ্ছা তেলআবিবের রয়েছে, তা বাস্তবায়ন করবে নেতানিয়াহু সরকার।