বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই ঘুরছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন। সবশেষ আম্বানির পরিবারের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এই আলোচনা আরও ঘনীভূত হয়। এবার ঐশ্বরিয়া বিচ্ছেদের বিষয়টি আরও নাড়িয়ে দিলেন। খবর : ইন্ডিয়া টুডে
মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে অনেক দিন ধরেই আলাদা থাকছেন ঐশ্বরিয়া। বচ্চন পরিবারের কোনও অনুষ্ঠানে দেখা যায় না তাদের। তবে মা-মেয়েকে সবসময়ই দেখা যায় একসঙ্গে। এবার দুবাইতে এক বিয়ের অনুষ্ঠানে মেয়েকে নিয়ে উপস্থিত হন ঐশ্বরিয়া। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে বিচ্ছেদের নতুন আরেকটি তথ্য। কারণ অনুষ্ঠানে বিয়ের আংটি ছাড়াই দেখা গেল তাকে। তারপরই আবারও আলোচনায় চলে আসে, তাহলে সত্যিই কি বিচ্ছেদ হতে যাচ্ছে এই দম্পতির?
অনেক আগে থেকেই শোনা যাচ্ছে ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন বলিউড অভিনেতা অভিষেক ও ঐশ্বরিয়া। তবে নিজেদের বিচ্ছেদের বিষয়ে এখনো মিডিয়ার সামনে মুখ খোলেননি দুজনের কেউই।