বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ছাত্র-জনতা, রিকশাচালক, ট্রাকচালক, শ্রমিক ও সাধারণ মানুষের আত্মদানের মধ্য দিয়ে এ দেশের মানুষকে পদে পদে গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যার আশঙ্কা থেকে মুক্ত করেছে।সেসব শহিদ ও তাদের পরিবারকে জাতি চিরদিন মনে রাখবে।’
মঙ্গলবার যাত্রাবাড়ীর মাতুয়াইল মেন্দিবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ নুরুল ইসলাম বেপারী, ইমন ও বাবুর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশে ঝরের মতো বয়ে যাওয়া ছাত্র-জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর রক্ত পিপাসুকে দেশ থেকে বিতারিত করতে বা পতন ঘটাতে যারা জীবন দিয়েছেন তাদের মধ্যে এখানে ৩ জনের পরিবার রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা ও সামান্য আর্থিক সহায়তা দিতে আমরা আজ এখানে এসেছি।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ১৬ বছর যাবৎ অবৈধভাবে অন্যায়ভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করেছিলেন। আপনার নির্বাচন যে পাতানো নির্বাচন হতো, জোর করে একতরফা নির্বাচন, সেই নির্বাচনে আপনি ক্ষমতা দখল করেছিলেন, সিলমহর করে নিয়েছিলেন চিরদিনের জন্য আপনি ক্ষমতায় থেকে যাবেন।দেশের সম্পদ দখলে লুটেরা-দোসরদের প্রশ্রয় দিতেন। আর যারা এ নিয়ে কথা বলেছে তাদের গুম করে আয়নাঘরে রেখেছেন।’