দেশের বিভিন্ন জেলায় রেজিস্ট্রার পদে বড় রদবদল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ এর সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানা যায়।
প্রথম প্রজ্ঞাপনে ১০জন জেলা রেজিস্ট্রারকে নতুন কর্মস্থলে বদলি করা হয়। তাদের ১০ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নিবন্ধন মহাপরিদর্শককে বিজ্ঞপ্তি জারি করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে ১০জন সাব-রেজিস্ট্রারকে জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি প্রদান করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।