ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় মো. আদিল মিয়া নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চিনাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরো দুইজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
আদিল মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের জাহের মিয়ার ছেলে ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য।
দুর্ঘটনায় আহত দুইজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এতে ট্রেন চলাচলে তেমন ব্যাঘাত ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, নিহত আদিল তার দুই বন্ধুকে নিয়ে শশুর বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম এক্সপ্রেসে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই আদিল মারা যান।
আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি কিছু সময় অনির্ধারিত যাত্রা বিরতি দিয়ে ছেড়ে যায়।