বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
শিরোনামঃ
||‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকা দিল সরকার||ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী||চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি দেখতে পাকিস্তানে আইসিসির দল||ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু||খাদ্য সংকট বাড়ছে, মানুষকে হাতির মাংস খাওয়াবে সরকার||তারেক রহমানের সঙ্গে মৌসুমীর ছবিটি কাল হয়ে দাঁড়ায়: ওমর সানী||আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে নিলেন মমতা||আ.লীগ দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল : তারেক রহমান||পুলিশের ১৮৭ সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত||ভয়ে আত্মগোপনে আছি : মনিরুল ইসলাম||যে কারণে অনেক খুঁতখুঁতে পূজা চেরী||আখাউড়া স্থলবন্দরে কমেছে রপ্তানি বাণিজ্য||৯ দিনে চীন থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে||গাজীপুরে খুলে দেওয়া হয়েছে ৯৫ ভাগ পোশাক কারখানা||আস্থার সংকটে ব্যবসায়ীরা, এলসি কমেছে ৪৪ শতাংশ মূলধনী যন্ত্রের
Homeজাতীয়দু'টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুভ শেখ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হন।
বুধবার (১৭ জুলাই) সন্ধা সাড়ে ৭ টার দিকে লোহাগড়া উপজেলার রামপুর নিরিবিলি পিকনিক স্পট এর সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শুভ শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ গ্রামের ইমরান শেখের ছেলে। আহত বাকি ৩ জন হলেন-ধোপাদাহ গ্রামের লেফটন ফকিরের ছেলে রাব্বি ফকির (২০), ঝিনাইদহ জেলার শেখপাড়া গ্রামের দরবেশ এর ছেলে কামাল (৪৫) ও তার স্ত্রী (৩৭)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধা সাড়ে ৭ টার দিকে শুভ শেখ ও তার বন্ধু রাব্বি ফকির নিজ বাড়ি ধোপাদাহ থেকে মোটরসাইকেল যোগে লোহাগড়ার দিকে যাচ্ছিল প্রতিমধ্যে নড়াইল-কালনা মহাসড়কের রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শুভ শেখ নামে একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা রাব্বি ফকির এবং অন্য মোটরসাইকেলে থাকা কামাল ও তার স্ত্রী গুরুতর আহত হন। আহত কামালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অনত্র পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত হয়েছেন। এতে আরো ৩ জন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
সর্বশেষ খবর
আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here