ফিলিপিন্সে তাণ্ডব চালিয়ে এবার চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন বেবিনকা। ঘূর্ণিঝড়টির মোকাবিলায় এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
পূর্ব চীন সাগরের উপকূলবর্তী শহর সাংহাইয়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ করা হয়েছে বাস-ট্রেন চলাচল। ঘূর্ণিঝড়টি ১৯৪৯ সালের পর চীনা শহরটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হতে পারে বলে মনে করা হচ্ছে।
ক্যাটাগরি ১ টাইফুনটির কেন্দ্রের কাছে এখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল)। রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় এটি সাংহাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।