নড়াইল প্রতিনিধি
নড়াইলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মো: সাজ্জাদ হুসাইনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুনতাসির আহমদ।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা মুহা: খায়রুজ্জামান, সেক্রেটারি ডা: এস,এম নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা নুরন্নবী,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলাম,জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সেক্রেটারী মুফতি কামরুল ইসলাম আনসারী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইমরান হুসাইন নুর,মাওলানা লোকমান হুসাইন,মো: মোস্তাফিজুর রহমান,হাসিব মাহমুদ।###