হাফিজুল নিলু
নড়াইল:
স্মাট বাংলাদেশ বির্নিমাণে খাবার খাবো পুষ্টি গুণে,” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ ( ৯-১৫ মে ) এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(৯ মে) বেলা ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে , সিভিল সার্জন অফিস, নড়াইল এর বাস্তবায়নে সপ্তাহের উদ্বোধন উপলক্ষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পুষ্টি বিষয়ক খাবার এর প্রয়োজনীয়তা, কোন কোন খাবারে পুষ্টিগুন আছে এবং কোন সময় কোন খাবার খাওয়া প্রয়োজন/ দরকার সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতর , নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক জাহিদুর রহমান, মহিলা বিষয়ক অধিদফতর নড়াইলের উপ-পরিচালক মৌসুমী মজুমদার,নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ শুভাশীষ বিশ্বাস, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক, ডাক্তার, নার্স এ সময় উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এ সপ্তাহে পুষ্ঠি বিষয়ক আলোচনা সভা , সুস্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন, বৃদ্ধা আশ্রমে এ বিষয়ে সভা, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মকসুচি গ্রহন করা হয়েছে।