নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলা হিজলডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হাসিবুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে । বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) ১২ টার দিকে হিজলডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।
এসময় বক্তব্য দেন, জগৎনাথ বিশ্বাস, ইউপি সদস্য সুজন গাইন, হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাঞ্চিরাম বিশ্বাস প্রমুখ।
বক্তারা সম্প্রতি সময়ে বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ৩ টি পদে অনিয়ম, দূর্নীতি, সেচ্ছাচারিতা ও অর্থ লেনদেন সর্বপরি অনিয়ম হয়েছে বলে দাবি করেন। অপরদিকে টাকা নেওয়ার বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জনসম্মুখে শিকার করেছেন। তার ভিডিও প্রমান রয়েছে। লেনদেনকৃত অর্থ স্কুলের উন্নয়ন কাজে ব্যায় করারও দাবি জানিনো হয়েছে।
এ বিষয়ে হিজলডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিবুর রহমান জানান, নিয়োগে কোন অর্থ লেনদেনের সঙ্গে আমি জড়িত নই। যা কিছু হয়েছে সেটি সাবেক সভাপতি বলতে পারবে।
নড়াইল জেলা শিক্ষা অফিসার, মো. জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।