নড়াইল প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নড়াইল জেলা শাখার পক্ষ থেকে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে শহরের একটি কাফে এন্ড রেষ্টুরেন্টে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভায় বক্তৃতা করেন জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বা”্চু, জেলা সেক্রেটারী মোঃ ওবায়দুল্লাহ কায়সার, সাবেক জেলা আমীর মাওলানা মীর্জা আশেক এলাহী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ আলমগীর হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাষ্টার জাকির হোসাইন,মো: আইয়ুব হোসেন,হাফেজ আব্দুল্লাহ আল মামুন,হেমায়েতউল হক হিমু,আব্দুস সামাদ,মাওলানা সিরাজুল ইসলাম, মোহাম্মদ খিয়ামউদ্দিন প্রমূখ।
সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বা”্চু বলেন,আমরা পূর্বেকার যেকোন কষ্ট ও ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে এক সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনকল্যাণমূখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম।সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে কাজ করতে চায়। আমাদের কর্মকান্ড পরিচালনার জন্য আপনাদের সার্বিক সহযোগীতা কামনা করি। আপনারা অতীতে যেভাবে স্বাধীন ভাবে কাজ করেছেন , আগামীতের সেই একই ভাবে কাজ করে যাবেন এটাই আশাকরি