নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলামকে (৫৪) লক্ষ্য করে দুুই রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা।গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি।মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কাগজীপাড়া মাদ্রাসার সন্নিকটে এ ঘটনা ঘটে।এদিকে মনিরুলকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনার পর দলীয় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে উঠেন।মনিরুলকে গুলির ঘটনায় নিজ দলীয় এক নেতা জড়িত সন্দেহে শহরের ভওয়াখালী উত্তরপাড়ায় ওই নেতার বাড়ির দিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনিরুলের অনুসারী উত্তেজিত নেতা-কর্মীরা রওয়ানা হন।বাড়ির কাছাকাছি পৌঁছার আগেই সাগর শেখ (৩০),আন্নান হোসেন (৪০),মিন্টু মিয়া (৫০) ও সোহাগ হোসেনকে (২৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।সঙ্গে থাকা লোকজন তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে।পরে উন্নত চিকিৎসার জন্য সাগর, মিন্টু ও আন্নানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান বলেন,মনিরুল ইসলাম পুরোপুরি শংকামুক্ত আছেন।তবে সাগর, মিন্টু ও আন্নানের অবস্থা আশংকা হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।মনিরুলসহ অপর আহত সোহাগকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে এখন বিস্তারিত কিছু বলতে পারছি না