সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হবে না রশিদ খানের। চোটের কারণে আগামী নভেম্বর পর্যন্ত সাদা পোশাকের ক্রিকেটে তাকে দেখা যাবে না বলে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
রশিদ খান প্রসঙ্গে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান ক্রিকবাজকে বলেন, ‘গত বছর রশিদ খানের পিঠে অস্ত্রোপচারের পর চিকিৎসক তাকে সাদা পোশাকের ক্রিকেট থেকে এক বছর দূরে থাকার পরামর্শ দিয়েছিল’।
ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও রশিদকে নিয়ে শঙ্কা রয়েছে। তবে নাসিবের আশা, ‘ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তাকে পাওয়া যাবে বলে আশা করছি’।
চলতি বছর আগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে খেলার সময় রশিদ চোট পেয়েছেন বলে খবর চাউর হয়েছিল। তবে নাসিব সে ‘গুজব’ উড়িয়ে দিয়ে যোগ করেন, ‘স্পাগিজা টুর্নামেন্ট চলাকালে রশিদ কোনো চোট পায়নি, সে সফলভাবে ম্যাচগুলো সম্পন্ন করেছে।’
নভেম্বর পর্যন্ত টেস্ট না খেললেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে তার খেলতে কোনো সমস্যা নেই বলেও নিশ্চিত এই আফগান ক্রিকেট কর্তা।