ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (নিন্স) কর্মরত ছয় চিকিৎসককে দেশের বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করেছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বদলির আদেশ পাওয়া চিকিৎসকরা হলেন- নিন্সের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফেরদৌস মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজে, ডা. মো. আরিফুল ইসলামকে টাঙ্গাইল মেডিকেল কলেজে, ডা. প্রভাত কুমার সরকারকে পাবনা মেডিকেল কলেজে, ডা. আমির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজে, ডা. মো. নাহিদুল ইসলামকে মানিকগঞ্জ মেডিকেলে ও ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের ডা. গুরুদাস মন্ডলকে পাবনা মেডিকেলে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। পদায়কনকৃত কর্মকর্তাকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।