গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ১১টি ছবি। এর মধ্যে আছে কাজী মারুফ অভিনীত ও প্রযোজিত ‘গ্রিন কার্ড’ সিনেমাটিও। মাল্টিপ্লেক্সে মাত্র দুটি শো এবং টাঙ্গাইল ও সখীপুরে মিলনায়তন ভাড়া করে ছবিটি প্রদর্শিত হয়েছে। মুক্তির তিন দিনের মাথায় ছবিটি মাল্টিপ্লেক্স থেকে নেমেও যায়। ছবিটির পরিচালক কাজী হায়াৎ ও রওশন আরা নিপা।
এ ব্যাপারে মারুফের বক্তব্য, ‘সিনেমাটিকে স্মার্ট করতে গিয়ে এত স্মার্ট করে ফেলেছি যে আমার যাঁরা সাধারণ ভক্ত-দর্শক ছিলেন, তাঁরাও সিনেমা দেখতে যাননি, আবার স্মার্ট দর্শকেরাও যাননি সিনেমাটি দেখতে। তা ছাড়া মাল্টিপ্লেক্স টিকিটের মূল্য বৃদ্ধি করেছে। মধ্যবিত্তের পকেটে টাকা নেই। সিনেমা না দেখলে মানুষ অসুস্থ হবে না, কিন্তু ভাত না খেলে তো অসুস্থ হবে। তাই মানুষের পকেটে যে টাকা আছে, তা দিয়ে এখন আর সেভাবে সিনেমা দেখছেন না, জীবন বাঁচাতে খাবার কিনে খাচ্ছেন।’