মেক্সিকোতে নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার পশ্চিম মিচোয়াকান রাজ্যের লাজারো কার্ডেনাস বন্দর থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির নৌ-মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মেক্সিকোর নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে অবস্থানরত তাদের একটি যুদ্ধজাহাজের ফ্লাইট ডেক থেকে উড্ডয়নের কিছু সময় পরেই দুর্ঘটনায় পতিত হয়। তবে কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তা এখনও জানা যায়নি।
ওই বিমানে আটজন নৌ-কর্মী অবস্থান করছিলেন। এদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও দুজন। তল্লাশি অভিযান শুরু হয়েছে।