সম্প্রতি ফের উত্তপ্ত হয়ে উঠছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। রাশিয়ার ভূখণ্ড দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। অন্যদিকে পালটা আক্রমণ স্বরূপ ইউক্রেনে ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। পরিস্থিতিটি যখন ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে তখন রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা ভাবতে শুরু করেছে ইউক্রেন। আর এজন্য এখন আন্তর্জাতিক মহলের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দেশটি।
চলমান উত্তপ্ত পরিস্থিতিতে যুদ্ধ কৌশলে পরিবর্তন আনার কথা ভাবছে ইউক্রেন। কেননা, কিয়েভের ক্ষেপণাস্ত্র ব্যবহার এখন পর্যন্ত তাদের নিজস্ব ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ। নিজেদের ভূখণ্ডে প্রবেশ করা রাশিয়ান সামরিক বাহিনীকে আক্রমণ করছে তারা। তবে এবার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালাতে চায় ইউক্রেন।
মূলত, ইউক্রেন ন্যাটো সদস্য হওয়ায়, তাদের স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। আর এর মধ্যে সম্প্রতি রাশিয়ার অঞ্চলগুলিকে লক্ষ্যবস্তু করতে ইউক্রেনকে