ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। বিয়ে ও সন্তানের জন্যে বিরতি নিয়েছিলেন। তবে দ্বিতীয় স্বামীর সাথে বিচ্ছেদের পর পাকাপাকিভাবে অভিনয়ে ফেরার জন্যে প্রস্তুত হচ্ছেন এই চিত্রনায়িকা। মাঝে শাকিব খানের সিনেমা রাজকুমারে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এরপর অনেকদিন ধরে আবারও পর্দায় অনুপস্থিত মাহি। যদিও সামাজিক মাধ্যমে সরব উপস্থিতি নায়িকার। বিভিন্ন ফটোশুটে গ্ল্যামারাসভাবে নিজেকে উপস্থাপন করছেন তিনি।
যদিও কবে ফিরবেন, কী করছেন এসব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন নায়িকা। মাহিকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে প্রশ্ন করলে তাঁর সোজাসাপ্টা জবাব, আসলে ক্যামব্যাক করার মতো চিত্রনাট্য এখনও হাতে পাননি অভিনেত্রী। তবে অনেকগুলো চিত্রনাট্য হাতে এসেছে-দেখেছি। কিন্তু অভিনয় করার ইচ্ছে হয়নি।