নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ আলীর চাঁদাবাজি লুট সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন করেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ইতনা কলেজ মোড়ে ইতনা ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুলাহ আল হিরো, রোমান সরদার, জনি শেখ,ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম সহ আরও অনেক বিএনপির নেতা কর্মীরা।
বক্তারা বলেন ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে ইতনা ইউনিয়নের বিএনপির সভাপতি পলাশ আলী বেপরোয়া হয়ে উঠে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা, জমি দখল, গাছ কাটা সহ নানা ধরনের অপকর্ম করছে। এঘটনায় ইতনা ইউনিয়ন বিএনপির ভাবমূর্তি চরম আকারে ক্ষুন্ন হচ্ছে। এ কারণে আমরা ইউনিয়নবাসী পলাশ আলীর পদত্যাগ ও দল থেকে বহিষ্কার দাবি করছি।