ঢাকাই মুভি: কিং শাকিব খানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ছে সর্বত্র। বুবলী ও অপু বিশ্বাসকে নিয়ে অখুশি শাকিব খানের পরিবার। শাকিবকে নিয়ে দুই নায়িকার বিভিন্ন অনুষ্ঠানে কথাবার্তা আর সহ্য করতে পারছেন না তাঁর পরিবার।
শুধু তাই নয়, পাত্রী শোতেও শাকিবের জীবন চলছে পুরোদমে। এ বিষয়ে শাকিবের ঘনিষ্ঠজনরা বলেন, শাকিবের পরিবার ঢাকার আশপাশের এলাকায় পাত্রী খুঁচতেছেন। এবার নিজের সিদ্ধান্তে নয়, পরিবারের সিদ্ধান্তে বিয়ে করছেন অভিনেতা। অতীত ভুলে সাংসারিক মানুষ হয়ে উঠবেন শাকিব।
এর মানে শাকিব যদি সত্যিই বুবলীকে বিয়ে করে থাকেন, তবে এবার বিয়ের তৃতীয় ধাপে রয়েছেন এই অভিনেতা। বলা হয় যে তার পরিবার ডাক্তারের বাগদত্তাকেই পছন্দ করতেছে।