‘শেখ হাসিনা প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার শাসনামলে মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষায় প্রশ্ন টাকার বিনিময়ে বেঁচাকেনা হয়েছে। শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আওয়ামী লীগের আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরি পায়নি। এখন বৈষম্যের দিন শেষ। ছাত্ররা দেখিয়ে দিয়েছে কোনো প্রকার বৈষম্যই বাংলায় ঠাঁই হবে না।’
খাগড়াছড়িতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
শনিবার দুপুরে পৌর টাউন হল সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা মতবিনিময় সভার আয়োজন করে।