ঝিনাইদহ জেলার শৈলকুপায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বনি আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মনোয়ার হোসেন মালিতাসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে প্রায় ১ লাখ মানুষকে হত্যা করা হয়। এতো বড় গণহত্যা পৃথিবীর কোন দেশে হয়নি। অনেকে সেদিনের নিষ্ঠুরতার কাহিনী স্মরণ করে আজও আঁতকে ওঠেন।