শৈলকুপা( ঝিনাইদহ) সংবাদদাতাঃ দীর্ঘদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকূপা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টায় শৈলকূপার নতুন বাজারে শুকরানা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শৈলকূপা উপজেলা সভাপতি প্রফেসার মতিউর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমায়েত নেতা অ্যাডভোকেট আবু তৈয়ব,জামাতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ ফিরোজ আলম, উপজেলা জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা এনায়েতুর রহমান, উপজেলা সুরাহ কর্ম পরিষদের সদস্য মাওলানা শাহাদাত হোসেন, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি জুলকার নাইনসহ প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্য বলেন জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা কখনো টেন্ডারবাজি চাঁদাবাজিওসন্ত্রাসী কার্যকলাপ করে না। আওয়ামী শাসনের আমলে আমাদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে আমরা তার প্রতিশোধ নিবো না। নেতা কর্মীদের বলেন আপনার প্রতিবেশী যেন আপনার কথায় কোন কষ্ট না পাই সেটা বজায় রাখবেন। সমস্ত অন্যায় থেকে বিরত থাকার আহ্বান করেন।