শৈলকুপায় দিশারী নামের একটি সংগঠন শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। বয়স আশি ছুঁই ছুঁই সমিরন নেছার। এ বয়সে দেখার মত কেউ নেই তার। অনেক আগেই স্বামী চলে গেছেন না ফেরার দেশে। পাশে দাড়ানোর মত আপন কেউ নেই তার।
সত্তর বছর বয়সের মকো মোল্লা। একদিকে সে প্রতিবন্ধী অন্যদিকে বয়সের ভরে কাজ করার সমর্থ্য হারিয়েছে। একাধিক কন্যা সন্তান থাকলেও কোন পুত্র সন্তান নেই। ফলে অসহায়ত্বের মাধ্যমে জীবন কাটছে তার।
এমন সমিরন নেছা ও মকো মোল্লার মত প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়ে তাদের মুখে হাঁসি ফুটিয়েছেন ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে অরাজনৈতিক, সেচ্ছাসেবী দিশারী নামের একটি সংগঠন।
শুক্রবার সকাল ১১টার সময় জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারের হাজী মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় প্রত্যেককে এক কেজি তেল, সেমাই, চিনি, লবন, ডাউল, পাঁচ কেজি চাউল এবং শাড়ী ও লুঙ্গি ঈদ সামগ্রী হিসেবে বিতরণ করা হয় ।
সংগঠনটনের সভাপতি মোহাম্মদ মিশুক হাসানের সভাপতিত্বে এবং সজল কুমার বিশ্বাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা প্রেস ক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ।
ঈদ উপহার পেয়ে সমিরন নেছা বলেন, যাক বাবা বড় উপকার হলো ঈদের দিনের চিন্তা শেষ। প্রতিবছর ঈদের দিন নিয়ে খুব চিন্তায় থাকি।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিশুক হোসেন বলেন, আমরা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করি। আমরা প্রতি মাসে শতাধিক পরিবারকে অল্প হলেও মাসিক খাদ্য সহয়তা দিয়ে থাকি। এছাড়াও মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে চাই।