অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন।। অধ্যাক্ষ উপাধ্যক্ষের পদত্যাগ দাবি
শৈলকূপা ( ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের শৈলকুপার ভাটই সরকারি বঙ্গবন্ধু মেমোরিয়াল ডিগ্রী কলেজে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেয়। এ সময় তারা অধ্যাক্ষ আ খ ম মামুনুর রশিদ ও উপাধ্যক্ষ আশরাফুল মল্লিকের পদত্যাগ দাবি করেন । বৈষম্যের ঠিকানা, এই ঝিনেদায় হবে না, বলে এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের লিখিত অভিযোগ জানা গেছে
কলেজের অধ্যক্ষ নিয়মিত কলেজে আসেন না , যেদিন আসেন সেই দিন হাজিরা খাতায় এক সাথে সব স্বাক্ষর করেন।
তৎকালীন ক্ষমতাসীন আওয়ামীলীগার শুশুর (সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশার্রফ হোসেন সোনা) এবং শ্যালকের ভয় দেখিয়ে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের দীর্ঘদিন জিম্মি করেছেন, এখন নতুনভাবে স্থানীয় দলের সাথে আতাত করে শিক্ষকদের আবার শোষনের পায়তারা শুরু করেছেন।
অফিস সহ কলেজের সার্বিক অব্যবস্থাপনা করে একটি সনামধন্য প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। ২০১৯ সালে মৃত ও অন্যত্র চলে যাওয়া ডিগ্রি শিক্ষকের পদে ২০১৫ ও ২০১৮ সালে, কয়েক জনকে অবৈধভাবে ব্যাকডেটে নিয়োগ দিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়েছেন।
তৎকালীন সভাপতির ( আব্দুল হাই এমপি) স্বাক্ষর জাল করে অধ্যাক্ষ ও উপাধ্যক্ষ দুজনে মিলে টিউশন ফির ১২ লক্ষ্য টাকা চেকের মাধ্যমে আত্মসাৎ করেছেন।
করোনাকালীন সময়ে সরকার থেকে ফেরতকৃত এইচএসসি শিক্ষার্থীদের কেন্দ্র ফি র (৪০০ জনের) ৪০০ টাকা করে রেখে দিয়ে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
সর্বসম্মতিক্রমে, হাসানুজ্জামান নামে একজনকে নিয়োগ দিয়ে, নিয়োগের টাকা কলেজে ব্যয় করার শর্তে রাজি হয়ে, সেটি ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন।এছাড়াও কলেজ জাতীয়করণের পরে ফান্ডের উপর নিষেধাজ্ঞা আরোপের পরও অধ্যক্ষ ও উপাধ্যক্ষ দুজন ৬০ হাজার টাকা ব্যাংক থেকে তুলেছেন।
বৈধ নিয়োগ বোর্ডের পত্রিকা, মূল কপিকে টেম্পারিং করে, সভাপতি, ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জালকরে ২৩ জুন ২০২৩ সালে৷ মোটা অংকের বিনিময়ে২৯ জনকে অবৈধ ভাবে নিয়োগ দিয়েছেন। এবং বৈধ অনার্স ও ডিগ্রির ৩য় শিক্ষকের ভবিষ্যৎ হুমকীর মুখে ফেলে দিয়েছেন।
সেই সাথে প্রায় ১৪ থেকে ১৫ শত শিক্ষার্থী সমৃদ্ধ কলেজকে অর্থনৈতিকভাবে দেওলিয়া ও জরাজীর্ণতে পরিনত করেছেন।
অপরদিকে অধ্যক্ষের নিজের নিয়োগের ক্ষেত্রে কাম্যযোগ্যতা নেই (এইচএসসি কম্পার্টমেন্টাল-১৯৮৯) পাশ কোর্স থেকে পাশ (তাও কোনো ১ম শ্রেনি নেই) বলেও তারা অভিযোগ করেন।
আন্দোলনে উপস্থিত উপস্থিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ নিয়মতান্ত্রিকভাবে অধ্যক্ষ ও উপধাক্ষের পদত্যাগের ব্যাপারে একমত হন।
আন্দোলনের সময় কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন না এবং তাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে পাওয়া যায়নি।
এ সময় বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের শৈলকুপার সমন্বয়ক, রায়হান হোসেন জানান কলেজটিতে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলে আসছে তার প্রতিবাদেই কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ ও উপদক্ষের অপসনের দাবিতে এই আন্দোলন করে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ যেখানে অনিয়ম-দূর্নীতি সেখানে আমরা সোচ্চার ভাবে ভূমিকা পালন করব। যাতে দেশটি অনিয়ম দুর্নীতি দূর হয় সোনার বাংলাদেশ ঘুরতে সক্ষম হয় আমরা।অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আবু হুরায়রা, রিহান হোসেন রায়হান সহ প্রমুখ ।এ ব্যাপারে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী হাসান জানান আমি আপনার কাছে শুনলাম ভাটই বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অপসনের ব্যাপারে আন্দোলন করেছে। এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীরা আমার কাছে কোন লিখিত অভিযোগ দেয়নি লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিব।