‘দুর্যোগ প্রস্তুুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’– এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে নানা কর্মসুচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপন মহড়াসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।
মোমিনুল হোসেন সোহেল এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান। বক্তব্য রাখেন এমসিডার প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী প্রমুখ।
পরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ৭ পরিবারের মাঝে গৃহ নির্মানের জন্য টিন বিতরন করা হয়।