আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে রাইজিং ফর রাইটস প্রজেক্টের আওতায় সামাজিক নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল শহরের একটি পার্টি সেন্টারে ম্যাক বাংলাদেশের আয়োজনে এবং ফানসা বিডি ও এসকেএস ফাউণ্ডেশনের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।
প্রশিক্ষণে অন্তূভূক্তিমুলক স্যানিটেশন ও বাস্তবতা এবং কমিউনিটি মবিলাইজেশন বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মো. আরমান খান। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া প্রজেক্টের ম্যানেজার পংকজ ঘোষ দস্থিদার।
প্রশিক্ষণে বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রকৌশলী, কমিউনিটি নেতা, নারী নেত্রী, শিক্ষক, কাউন্সিলর, সাংবাদিক, উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন এনজিও’র সমন্বয়কারী, কর্মসুচী কর্মকর্তা, ম্যানেজারসহ ৩০ জন অংশগ্রহন করেন।