নড়াইল প্রতিনিধিঃ
সরকার পরিবর্তনের পরপরই স্ত্রীর করা জালিয়াতি মামলা তুলে নেবার হুমকি দিচ্ছেন স্বামী মোজাহিদ ও তার পরিবারের লোকেরা,এই ভয়ে মানববন্ধন করেছে পরিবারের লোকেরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রবিবার(১৮আগষ্ট) দুপরে নড়াইল ডিসি অফিস চত্ত¡রে মানব বন্ধনে অংশ নেয় স্থানীয় শিক্ষার্থী রা। মানবন্ধনে অংশ নেয় স্ত্রী শোভা সুলতানা, তার মা ও স্থানীয় ছাত্র-ছাত্রীরা।
অভিযোগ,পরিবারের নানা জায়গা থেকে ধারদেনা করে স্বামীকে বিদেশে পাঠাতে স্বামী মোজাহিদ কে ১৫ লক্ষ টাকা প্রদান করে শোভা সুলতানার পরিবার।এরপর বিদেশে সে বিয়ে করে। চলতি বছরের ১১ জুন স্বামীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকার জালিয়াতি মামলা করে স্ত্রী শোভা সুলতানা। স্বামীর নামে করা প্রতারনার ফেরত না পেয়ে নানা জায়গায় ধন্না দিচ্ছে সে। এই অবস্থায় গত ১৬ আগষ্ট নড়াইল চৌরাস্তায় শোভা সুলতানা কে মামলা তুলে নেবার হুমকী দিচ্ছে শ^শুর মহিদুল,শ^াশুড়ি সেফালী বেগম,ননদ তাসমিম ঐশি সহ কয়েকজন। স্বামী মোজাহিদুল ইসলাম শুভ লন্ডন থেকে হুমকী দিচ্ছে।
শোভা সুলতানা বলেন,এই বিষয়ে ১৭ আগষ্ট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি,তারপরও আমি ও আমার পরিবার এখন হত্যার হুমকীর মধ্যে আছি।