সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
HomeUncategorizedওয়াসিম আকরাম থেকে রণদীপ, আর কারা ছিলেন সুস্মিতার প্রেমিক

ওয়াসিম আকরাম থেকে রণদীপ, আর কারা ছিলেন সুস্মিতার প্রেমিক

- Advertisement -spot_img

বলিউড তারকা সুস্মিতা সেনের আজ জন্মদিন। মডেলিংয়ের মধ্য দিয়ে অল্প বয়সেই ক্যারিয়ার শুরু করেছিলেন সুস্মিতা সেন। তাঁর বয়স যখন মাত্র ১৫, তখন থেকে বিভিন্ন ফ্যাশন কনটেস্টে অংশগ্রহণ করতেন।

১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেনের প্রেম, বিয়ে বিনোদনজগতের চর্চিত বিষয়। প্রেমের মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন আনন্দ।

সুস্মিতা সেনের সঙ্গে প্রেম করছেন—২০২২ সালের জুলাই মাসে এক্স (সাবেক টুইটারে) রীতিমতো ‘বোমা’ ফাটিয়েছেন ললিত মোদি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক এই কমিশনার বলিউড অভিনেত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। হঠাৎই তাঁদের প্রেমের খবর নিয়ে অন্তর্জালে ঝড় বয়ে গেছে। সুস্মিতা সেনের ভাই থেকে শুরু করে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ললিত মোদির সন্তান পর্যন্ত। বলিউড অভিনেতা রণবীর সিং তো নতুন এই যুগলকে শুভকামনা জানিয়েছেন। বছর তিনেক আগে রোহমান শালের সঙ্গে প্রেমের খবর নিয়ে আবারও শিরোনামে আসেন সুস্মিতা। আজ নায়িকার জন্মদিনে জেনে নিই তাঁর পুরোনো প্রেমগুলোর কথা। ক্রিকেটার, পরিচালক, অভিনেতা থেকে ব্যবসায়ী—কার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়নি!

কয়েক বছর ধরে কাশ্মীরি মডেল রোহমান শালের সঙ্গে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেমের সম্পর্ক ছিল। রোহমান সাবেক এই মিস ইউনিভার্সের চেয়ে ১৫ বছরের ছোট। একসময় তাঁদের প্রেমের ভাঙন নিয়ে নানা কথা শোনা যায়। ৪৬ বছর বয়সী সুস্মিতা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, ‘বন্ধুত্বের হাত ধরে আমাদের সম্পর্ক শুরু হয়েছিল। আমরা বন্ধু হয়েই আছি। সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। ভালোবাসা অটুট থাকবে।’
সুস্মিতার জীবনে এর আগে একাধিক প্রেম এসেছে আর গেছে। সুস্মিতার জীবনে কোন কোন পুরুষ এসেছেন, তা দেখে নেওয়া যাক:
বিক্রম ভাট
মিস ইউনিভার্স হওয়ার পর সবার প্রথম সুস্মিতার সঙ্গে নির্মাতা বিক্রম ভাটের রোমান্সের খবর উঠে এসেছিল। বিক্রম বিবাহিত ছিলেন। তাই সুস্মিতা আর বিক্রমের বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক আরও আলোচনায় উঠে এসেছিল।

‘দস্তক’ (১৯৯৬) ছবির শুটিংয়ের সেট থেকে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। বিক্রম এই ছবির পরিচালক ছিলেন। আর সুস্মিতা ছিলেন ‘দস্তক’ ছবির মূল নায়িকা। বেশ কিছুদিন পর তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। এদিকে বিক্রম তাঁর স্ত্রীকে ধোঁকা দেওয়ার জন্য পরে আফসোস করেছিলেন বলে জানা গেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here