• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঘন কুয়াশায় বাস-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শৈলকূপায়।গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ শৈলকুপা সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের আশ্বাস, অবস্থান কর্মসূচি প্রত্যাহার অস্ত্র মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি দক্ষিণ কোরিয়ায় এবার যাত্রীবাহী বিমানে আগুন সাত কলেজের শিক্ষার্থীদের ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দেবেন জায়মা রহমান কোনো দল জনবিচ্ছিন্ন হলে ৫ আগস্টের মতো পরিণতি হবে: তারেক রহমান আগামী নির্বাচনে চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখতে পাচ্ছি : ইসি সানাউল্লাহ নড়াইলে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

জড়িতরা বিএনপির কেউ হলেও পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বললেন রিজভী

রিপোর্টার নাম: / ৪৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
জড়িতরা বিএনপির কেউ হলেও পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বললেন রিজভী

নাটোরে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে পুলিশে দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিরা বিএনপির নেতা-কর্মী হলেও দ্রুত তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে ভুক্তভোগী ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর ঘটনাকে বেআইনি বলে আখ্যায়িত করেছেন তিনি।

আজ রোববার দুপুরে ভুক্তভোগী ব্যবসায়ী উজ্জ্বল কুমার মণ্ডল ও তাঁর পরিবার এবং বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করার পর নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী দলীয় সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

রুহুল কবির রিজভী বলেন, বড়াইগ্রামের বনপাড়ার ব্যবসায়ী উজ্জ্বল কুমার মণ্ডলকে মারধরের ঘটনাটি ভাইরাল (ফেসবুকে ছড়িয়ে পড়া) হওয়ার বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। ঘটনাটি সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নিতে তাঁকে নির্দেশনা দেওয়ার পর তিনি নাটোরে এসেছেন। প্রথমে তিনি ভুক্তভোগী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করে ঘটনার খোঁজখবর নেন। পরে বড়াইগ্রাম থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পুলিশকে অবিলম্বে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

রিজভী আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা বিএনপির কেউ হলেও তাঁকে ছাড় দেওয়া হবে না। এমনকি তিনি ঢাকায় পৌঁছানোর আগেই যেন এ ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, ভুক্তভোগী যুবক বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তাদের দলের কর্মী ছিলেন। তাঁর বিরুদ্ধে অপরাধ সংঘটনের কোনো অভিযোগ থাকলে সে ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু তাঁকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে পেটানো ঠিক হয়নি। বিএনপি এমন নীতিতে বিশ্বাস করে না। বিএনপি সব সময় মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। কেউ আইন হাতে তুলে নিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সাত থেকে আট শ নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ