শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
Homeজাতীয়মানুষ দোয়া করছে ক্ষমতা যেন ভালো লোকদের হাতে আসে: জামায়াতের আমির

মানুষ দোয়া করছে ক্ষমতা যেন ভালো লোকদের হাতে আসে: জামায়াতের আমির

- Advertisement -spot_img

আওয়ামী লীগের স্বৈরশাসনের বিরুদ্ধে চব্বিশের ছাত্র–জনতার জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, মানুষ দোয়া করছে ক্ষমতা যেন ভালো লোকদের হাতে আসে।

রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে গতকাল সোমবার রাতে ঢাকা মহানগর উত্তর থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে আল্লাহ উর্বর করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এই জমিনে আমরা কী চাষ করব, কীভাবে চাষ করব, তা আমাদের ওপর নির্ভর করবে। মানুষ দোয়া করছে ও চাইছে ক্ষমতা যেন ভালো লোকদের হাতেই আসে। লোকেরা বলছেন যে তাঁরা অপেক্ষা করছেন।’

জন-আকাঙ্ক্ষার কথা তুলে ধরে জামায়াতের আমির বলেন, জামায়াতের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। এই জায়গা যেন নষ্ট না হয়, তার যেন যত্ন নেওয়া হয়, সে বিষয়ে তিনি নেতা-কর্মীদের সতর্ক করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী নিরেট কোনো রাজনৈতিক দল নয়, সামাজিক সংগঠনও নয়, আবার শুধু দাওয়াহ সংগঠনও নয়; দ্বীনের (ইসলাম) একটি পূর্ণাঙ্গ সংগঠন। এখানে সব উপাদান আছে, কোনো কিছু বাদ নেই।

শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা যদি মানুষের ভালোবাসাগুলোর যত্ন নিতে পারি, তাহলে আমাদের দ্বীন কায়েমের ক্ষুধা ও পিপাসা আল্লাহ পূর্ণ করে দেবেন। আমরা শুধু আমাদের জন্য দ্বীনের বিজয় চাচ্ছি না, আমাদের মিল্লাতের (জাতি বা গোষ্ঠী) জন্য চাইছি। মিল্লাত বিজয় পেলে আমরাও তার অংশীদার হব ইনশা আল্লাহ।’

জামায়াতের আমির বলেন, ‘ক্ষমতায় গিয়ে আমরা হাবভাব দেখাব, ক্ষমতার স্বাদ নেব, আল্লাহ যেন এই নাপাক চিন্তা থেকে আমাদের মনকে মুক্ত রাখেন। অতীতের মুরব্বিরা (সাবেক নেতৃত্ব) অনেক উদাহরণ সৃষ্টি করে গেছেন। সেটাকে সামনে রেখে আরও সুন্দর সুন্দর উদাহরণ সৃষ্টি করব আমরা। তাহলেই তাঁরা সার্থক হবেন। গোটা মিল্লাতকে আমাদের ধারণ করতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। তিনি বলেন, নতুন বিপ্লবে ঢাকা মহানগর উত্তরের থানার দায়িত্বশীলদের নতুনত্বের সঙ্গে কাজ করতে হবে।

জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির নায়েবে আমির আবদুর রহমান, গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, ফখরুদ্দীন মানিক ও ইয়াসিন আরাফাত। সমাবেশে ২০২৫-২৬ সেশনের জন্য রুকনদের ভোটে নির্বাচিত থানা আমিরদের শপথ পড়ান মোহাম্মদ সেলিম উদ্দিন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here