বুধবার, জানুয়ারি ১, ২০২৫
শিরোনাম:
Homeজাতীয়সব দল ও অংশীজনের সঙ্গে বসে দেশের উত্তেজনা সমাধানের আশা মাহফুজ আলমের

সব দল ও অংশীজনের সঙ্গে বসে দেশের উত্তেজনা সমাধানের আশা মাহফুজ আলমের

- Advertisement -spot_img

দেশে যে ধরনের উত্তেজনা বা উন্মত্ততা চলছে, সেটি সব দল ও অংশীজনের সঙ্গে বসে সমাধান করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মাহফুজ আলম এ কথা বলেন। ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশে একধরনের সাম্প্রদায়িক উত্তেজনা আছে। ইসকন ও তাদের সঙ্গে সম্পৃক্ত অনেকে এখানে জড়িয়ে পড়েছেন। এ ছাড়া বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠীর মধ্যে একধরনের চাপা উত্তেজনা কাজ করছে।

চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, এ বিষয়ে মামলা চলমান আছে। দুটি মামলা হয়েছে, আরও মামলা হওয়ার কথা রয়েছে। সরকার উদ্যোগ নিয়েছে, যাতে কোনো রকম ছাড় না পায়। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা ছিল, সেটা দেশের জনগণ, সব রাজনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠী—সবাই মিলে এটা রুখে দিয়েছে।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এ বাস্তবতায় গতকাল বুধবার বিএনপির নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। আজ জামায়াতে ইসলামীর নেতারা দেখা করেছেন। দুটি দল থেকে যে বক্তব্য পাওয়া গেছে, সেটি হলো মূলত একধরনের সামগ্রিক ঐক্য ও বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থেকে কীভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায়। যেকোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা ও উগ্রতা কীভাবে রুখে দেওয়া যায়, সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। দুই দলই তাঁকে ইতিবাচক প্রস্তাব দিয়েছে। সরকারকে সহযোগিতা করতে তাদের আগের অবস্থান ব্যক্ত করেছে।

মাহফুজ আলম বলেন, বাংলাদেশে আগামী দিনে যাতে সাম্প্রদায়িক উচ্ছৃঙ্খলা বা অন্য কোনো ধরনের উন্মত্ততা তৈরি না হয়, সে জন্য সব অংশীজনের সঙ্গে তাঁরা কথা বলছেন। শুধু ইসকন ইস্যু নয়, মাজারেও হামলার ঘটনা ঘটেছে। মাজারে হামলার ঘটনাও সরকারের নজরে আছে।

সামগ্রিকভাবে বাংলাদেশে যে ধরনের উত্তেজনা বা উন্মত্ততা চলছে, এটি সব দল ও অংশীজনের সঙ্গে বসে সমাধান করতে পারবেন বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা মাহফুজ আলম। এ বিষয়ে সবার সমর্থন প্রত্যাশা করেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here