শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Homeসারাদেশচট্টগ্রামচট্টগ্রাম ইপিজেডে কার্টন ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ইপিজেডে কার্টন ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

- Advertisement -spot_img

চট্টগ্রামের চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি ছয়তলা ভবনের চারতলায় কার্টন ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার পর ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানা যাবে।’

সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কর্ণফুলী ফায়ার সার্ভিসের ২টি, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ২টি, বন্দর ফায়ার সার্ভিসের ২টি এবং ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে।

সিএমপির ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বলেন, ‘ইপিজেডে একটি ভবনের কার্টন ফ্যাক্টরিতে আগুন লেগেছে। কারখানা খোলা ছিল। তবে আগুন লাগার পর কারখানার কর্মীরা সবাই নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন বলে আমরা জেনেছি।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here