শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Homeজাতীয়দোহা ফোরামে অংশ নিয়েছেন হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান

দোহা ফোরামে অংশ নিয়েছেন হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান

- Advertisement -spot_img

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান চলমান দোহা ফোরামে অংশগ্রহণ করছেন। তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অণুবিভাগের মহাপরিচালক মো. শফিকুর রহমান।

কাতার সরকারের আয়োজনে ২২তম দোহা ফোরাম শনিবার (৭ ডিসেম্বর) শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘দ্য ইনভেশন ইমপারেটিভ: ডিপ্লোম্যাসি, ডায়ালগ, ডাইভারসিটি’। দুই দিনব্যাপী এ ফোরাম শেষ হবে আগামীকাল রবিবার। প্রায় শতাধিক দেশ থেকে সহস্রাধিক প্রতিনিধি দলের অংশগ্রহণে এ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং উদ্বোধনী ভাষণ দেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।

এর আগে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় কাতারের দোহায় বাংলাদেশ- কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

এ সময় তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

হাই রিপ্রেজেনটেটিভ ড. ইউনূসের অধীনে অন্তর্বর্তী সরকার গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে তিনি প্রবাসীদের অবহিত করেন। প্রবাসীদের দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ করে বর্তমানে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ধরনের ভূমিকা রাখছে। কাতারের বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কাতার প্রবাসী ব্যাডমিন্টন সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

এদিকে হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান আজ এবং আগামীকাল দোহা ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে প্যানেল স্পিকার হিসেবে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here