শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Homeআর্ন্তজাতিক‘ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালন করতে হবে’

‘ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালন করতে হবে’

- Advertisement -spot_img

ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘ভারতীয় গণমাধ্যমগুলো বিদ্বেষ ছড়ানোর জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশে যে হিন্দু-মুসলমান বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি রয়েছে, তা গণমাধ্যমে বেশি বেশি তুলে ধরতে হবে। একই সঙ্গে ভারতের যেসব মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রোপাগান্ডা সেল গঠন করে দেশের মিডিয়ারও সরব উপস্থিতি প্রয়োজন।’

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আরিফ সোহেল৷

এ অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে সিদ্ধান্ত ৫ আগস্ট হয়ে গেছে। দলের প্রধান হাসিনার যখন পতন হয়, পালিয়ে যায় এবং যে দলের হাতে ২ হাজার শহীদের রক্ত এখনও লেগে আছে, সেই দল আবার পুনর্বাসিত হবে কি হবে না তা ৫ আগস্ট নির্ধারিত হয়ে গেছে।

‘জুলাই গণআন্দোলনের শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এবং এই গুম-হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক নয়। এখন একটি বিষয়ে প্রাসঙ্গিক তা হলো, আওয়ামী লীগের আগে সুবিচার হতে হবে। আওয়ামী লীগ গত ১৬ বছরে যা করেছে এক হাজার বছর কারাগারে থাকলেও তা শোধ হবে না।’

আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে জিএম কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের বিষয়ে যে আলাপ জাতীয় পার্টি দিচ্ছে, এটি ফ্যাসিবাদের আরেকটি দোসর। জাতীয় পার্টির ওপর ভর করেই কিন্তু ফ্যাসিবাদ ডালপালা গজিয়ে মহীরুহ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি যদি মনে করে আন্দোলনের আগে পরে কয়েকদিন থেকে মেইনস্ট্রিমে চলে আসবে, তবে তারা ভুল ভাবছে। জাতীয় পার্টি আওয়ামী দোসর। আওয়ামী দোসর হিসেবেই ইতিহাসে স্বীকৃত থাকবে।  জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর– তারা ছাত্র-নাগরিক কারও তোয়াক্কা করে না।’

অনুষ্ঠানে আরও অংশ নেন– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here