রাজধানীর তুরাগ এলাকায় একটি পারিবারিক মন্দিরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তুরাগ থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাতে বলা হয়েছে, গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান আজ শনিবার প্রথম আলোকে বলেন, তুরাগের ধউর এলাকার বাসিন্দা বাবুল চন্দ্র ঘোষের পারিবারিক মন্দিরে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ খবর পেয়ে শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।