জনগণের নির্বাচিত যেকোনও নেতৃত্বকে ‘সহযোগিতা’ করতে প্রস্তুত সিরীয় প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি। দেশটির ‘অত্যাচারী’ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর, রবিবার (৮ ডিসেম্বর) একটি ফেসবুক পোস্টে এই কথা বলেছেন তিনি। এক প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
ইসলামপন্থি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতা আবু মোহাম্মদ আল-জোলানি তার বাহিনীকে দামেস্কের সরকারি প্রতিষ্ঠানের কাছে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যতক্ষণ না তাদের ‘আনুষ্ঠানিকভাবে’ ক্ষমতা হস্তান্তর করা না হবে, ততক্ষণ তারা প্রধানমন্ত্রীর অধীনেই থাকবে।
২৭ নভেম্বর থেকে এইচটিএস ও সহযোগী দলগুলো সিরিয়ায় আকস্মিক হামলা শুরু করে প্রধান শহর আলেপ্পো, হামা ও হোমসসহ সরকারি নিয়ন্ত্রণ থেকে দেশের বিভিন্ন অংশকে বিচ্ছিন্ন করে দিয়েছে৷
স্থানীয় যোদ্ধারা সেগুলোর নিয়ন্ত্রণ নেওয়া এবং আসাদের বাহিনী প্রত্যাহার করার পর দেশটির দক্ষিণ ও পূর্বের প্রদেশগুলোও সরকারের হাত থেকে চলে গেছে।
বিদ্রোহীরা রবিবার ভোরে ঘোষণা দিয়েছিল, ‘অত্যাচারী বাশার আল-আসাদ পালিয়ে গেছে’ এবং ‘দামেস্কে শহরকে মুক্ত’ করা হয়েছে।
টেলিগ্রামে বিদ্রোহীরা বলেছে, ‘বাথ পার্টির শাসনের অধীনে ৫০ বছরের নিপীড়নের পর এবং ১৩ বছরের অপরাধ ও অত্যাচার এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি শেষে আজ আমরা এই অন্ধকার সময়ের সমাপ্তি ও সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা ঘোষণা করছি।’
তার ফেসবুক অ্যাকাউন্টে সম্প্রচারিত এক ভাষণে প্রধানমন্ত্রী জালালি বলেন, ‘এই দেশটি একটি স্বাভাবিক দেশ হতে পারে যেটি তার প্রতিবেশি ও বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে।’
তিনি আরও বলেন, ‘তবে এই ইস্যুটি সিরিয়ার জনগণ নির্বাচিত যেকোনও নেতৃত্বের ওপর নির্ভর করে। আমরা সেই নেতৃত্বকে সহযোগিতা করতে এবং সম্ভাব্য সব সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত।’
জালালি বলেছেন, তিনি ‘যেকোনও হস্তান্তর পদ্ধতির জন্য প্রস্তুত।’
টেলিগ্রামে একটি বিবৃতিতে বিদ্রোহী নেতা জোলানি বলেছেন, ‘দামেস্কে শহরের সব সামরিক বাহিনীর জন্য, সরকারি প্রতিষ্ঠানের কাছে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত সেগুলো সাবেক প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে৷’
তিনি আরও বলেন, ‘বাতাসে ফাঁকা গুলি ছোঁড়াও নিষিদ্ধ।’
জোলানি ছদ্মনাম দে গুয়েরের পরিবর্তে তার আসল নাম আহমেদ আল-শারা ব্যবহার করা শুরু করেছেন৷
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটরের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ‘সেনাবাহিনীর নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার আগেই আসাদ দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিরিয়া ত্যাগ করেন।’