হোটেলের বারান্দা থেকে পড়ে ওয়ান ডিরেকশন ব্যান্ডের পেইনের মৃত্যু
রিপোর্টার নাম:
/ ৪৩
জন দেখেছে
আপডেট :
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
শেয়ার
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে পালেরমো এলাকার কাসা সুর হোটেলের তৃতীয় তলার এক বারান্দা থেকে পড়ে ৩১ বছর বয়সি এই গায়কের মৃত্যু হয়। পেইন হোটেলে তার কক্ষ সংলগ্ন বারান্দা থেকে লাফিয়ে পড়েন বলে বার্তা সংস্থার খবরে জানানো হয়।