জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ঢাকা মেট্রো ও রাজশাহী। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ডেথ ওভারের বিশাল চাপ সামলে রাজশাহীর বিপক্ষে ঢাকা মেট্রোকে ৮ রানের দারুণ জয় এনে দিয়েছেন পেসার শহিদুল ইসলাম। এদিকে একই সময়ে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে রংপুরের কাছে পাত্তা পায়নি ঢাকা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে রংপুরের বিপক্ষে ২১ রানে ম্যাচ হারে ঢাকা বিভাগ।
বৃহস্পতিবার ঢাকা মেট্রো ১৯.৫ ওভারে অলআউট হলেও তাদের টপ অর্ডারের ব্যাটারদের ব্যাটে ভর করে ১৬২ রানের সংগ্রহ পায়। অধিনায়ক নাঈম শেখ ২৩ বলে ৬টি চার ও ২ ছক্কায় ৪৩ রান করেন। গাজী মো. তাহজিবুল ইসলাম ১৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন। এছাড়া শামসুর রহমান শুভ ২৭ ও ইমরানুজ্জামান করেন ২১ রান।
রাজশাহীর বোলারদের মধ্যে ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নেন মোহর শেখ। নিহাদ উজ জামান ৩৩ রানে নেন দুটি উইকেট।
১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ রানেই ভেঙে যায় রাজশাহীর উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে সাব্বির হোসেনকে এলবিডব্লিউ করেন রাকিবুল ইসলাম। এরপর দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়েন হাবিবুর রহমান সোহান ও প্রীতম কুমার। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে সোহানকে ফিরিয়ে জুটি ভাঙেন শহিদুল। ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন সোহান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
তবে ফরহাদ রেজার ব্যাটে রাজশাহী জয়ের আশা দেখতে থাকে। শেষ ওভারে হাতে ২ উইকেট নিয়ে তাদেরকে করতে হতো ১০ রান। কিন্তু শেষ ওভারের চতুর্থ বলে ফরহাদকে যখন শহিদুল ফেরান, তখন রাজশাহীর জয়ের আশা শেষ হয়ে যায়। পুরো ২০ ওভার খেলে ১৫৪ রানে গুটিয়ে যায় রাজশাহী।
মেট্রোর শহিদুল ৪ ওভারে ২৬ রান খরচায় চারটি উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান ও আবু হায়দার রনি।
এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে মুখোমুখি হয়েছিল রংপুর ও ঢাকা বিভাগ। আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৪০ রানের সংগ্রহ পায় দলটি। সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন আরিফুল। ৩ চার ও ১ ছক্কায় তিনি অপরাজিত থাকেন।
আলোক স্বল্পতার কারণে ১৭ ওভারে ১৩৪ রানের লক্ষ্য দাঁড়ায় ঢাকার সামনে। এই ১৭ ওভার ব্যাটিং করেই ৯ উইকেটে ১১২ রান করে দলটি। রংপুর ডাকওয়ার্থ লুইস আইনে ২১ রানের জয় পায়। ম্যাচসেরা হন রংপুরের অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৪ ওভারে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রানের ইনিংস খেলেন তিনি।