সাম্প্রতিক দারুণ ফর্মের ধারাবাহিকতায় চেলসি কাজাখস্তান ক্লাব এফসি আস্তানাকে হারালো ৩-১ গোলে। কনফারেন্স লিগে পাঁচ ম্যাচের সবগুলো জিতে শীর্ষস্থান আরও সুসংহত করলো এনজো মারেস্কার দল।
দলে বড়সড় পরিবর্তন আনেন মারেস্কা। গত রবিবার টটেনহ্যাম হটস্পারকে ৪-৩ গোলে হারানো একাদশে দশটি বদল নিয়েও দুর্দান্ত জয় পেলো চেলসি। দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন অ্যাক্সেল দিসাসি ও পেদ্রো নেতো।
আস্তানার বরফশীতল আবহাওয়ায় ১৫ মিনিটে গোল মুখ খোলেন মার্ক গুইয়ু। কৃত্রিম পিচের ডানদিক থেকে দৌড়ে একক চেষ্টায় জালে বল জড়ান তিনি।
কিছুক্ষণ পর নেতোর ক্রসে আত্মঘাতী গোল করে দলকে শোচনীয় পরাজয়ের পথে নেন আলেক্সান্দার মারোচকিন। রেনাতো ভেইগা হাফটাইমের আগে কিয়েরনান ডিউসবুরির কর্নার থেকে সহজ হেডে ৩-০ করেন।
আস্তানা বিরতির আগেই একটি গোল শোধ দেয়। ফরোয়ার্ড মারিন তোমাসোভ দারুণ পায়ের কাজে ড্রিবল করে প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল কাঁপান।
রবিবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ সামনে রেখে কাজাখস্তানে ১৬ ঘণ্টার ভ্রমণে অসন্তুষ্টি প্রকাশ করেন মারেস্কা। কিন্তু তার অভিজ্ঞ খেলোয়াড়দের খাটাতে হলো না।
এই জয়ে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে উত্তীর্ণ হলো চেলসি। প্রিমিয়ার লিগে তারা লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে।
এনিয়ে টানা ষষ্ঠ জয় পেলো চেলসি এবং অপরাজিত থাকলো ৯ ম্য্যাচ।