• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঘন কুয়াশায় বাস-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শৈলকূপায়।গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ শৈলকুপা সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের আশ্বাস, অবস্থান কর্মসূচি প্রত্যাহার অস্ত্র মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি দক্ষিণ কোরিয়ায় এবার যাত্রীবাহী বিমানে আগুন সাত কলেজের শিক্ষার্থীদের ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দেবেন জায়মা রহমান কোনো দল জনবিচ্ছিন্ন হলে ৫ আগস্টের মতো পরিণতি হবে: তারেক রহমান আগামী নির্বাচনে চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখতে পাচ্ছি : ইসি সানাউল্লাহ নড়াইলে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

রিপোর্টার নাম: / ২৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩

বগুড়া সদর উপজেলায় আনিছার রহমান (৪০) নামে এক চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে স্বামী-স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাটিডালী কালিবালার নেসকো অফিস এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে ওই তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

আহত আনিছার রহমান সদর উপজেলার বারপুর পাঁচবাড়িয়া গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আটককৃতরা হলো- সদরের মধ্য কাটনারপাড়া এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে তপু ইসলাম (২০), তপুর স্ত্রী বৈশাখী খাতুন (১৯) এবং সুলতানগঞ্জ এলাকার নাঈম ইসলামের স্ত্রী রুহি খাতুন (২০)। রবিবার বিকালে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

আহত আনিছার রহমানের ছেলে আকাশ ইসলাম বলেন, ‌‘শনিবার রাত সোয়া ১০টার দিকে তিন ব্যক্তি শাখারিয়া যাওয়ার কথা বলে বাবার অটোরিকশা ভাড়া করে। মাটিডালীর কালিবালা এলাকায় পৌঁছালে তপু ইসলাম আমার বাবার পিঠে ছুরিকাঘাত করে অটো ছিনতাইয়ের চেষ্টা করে। বাবা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তিন ছিনতাইকারীকে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।’

বাবাকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে আকাশ আরও বলেন, ‘তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’

ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অটোরিকশা চালকের ছেলে আকাশ ইসলাম সদর থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে ওই তিন জনকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ