রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
শিরোনাম:
Homeখেলার খবরদুইবার পিছিয়ে পড়েও ১০ জনের লিভারপুলের ড্র

দুইবার পিছিয়ে পড়েও ১০ জনের লিভারপুলের ড্র

- Advertisement -spot_img

আর্সেনালের পর এবার ফুলহ্যামের কাছে হোঁচট খেলো লিভারপুল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে দুইবার পিছিয়ে পড়ে হারতে বসেছিল তারা। অ্যানফিল্ডে শেষ দিকে ডিওগো জোতা গোল করলে হাঁপ ছেড়ে বাঁচে ১০ জনের লিভারপুল।

এনিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচ ড্র করলো আর্নে স্লটের শিষ্যরা। নিউক্যাসেল ইউনাইটেডে সঙ্গে জিততে জিততেও ৩-৩ গোলে ড্র করেছিল লিভারপুল। এবার সোয়া এক ঘণ্টারও বেশি সময় একজন কম নিয়ে খেলে ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করলো তারা।

১১তম মিনিটে আন্দ্রেস পেরেইরা ফুলহামের স্কোরশিটের নাম লেখান। অ্যান্তোনি রবিনসনের ক্রসে তার অ্যাক্রোবেটিক ভলি লিভারপুলের অ্যান্ডি রবার্টসনের ঊরুতে লেগে গোলকিপার আলিসনকে পরাস্ত করে।

ছয় মিনিট পর হ্যারি উইলসন দ্বিতীয় গোল পেয়েই যেতেন। কিন্তু তাকে ট্যাকল করে লাল কার্ড দেখে দলকে বাঁচান রবার্টসন।

৪৭তম মিনিটে কডি গাকপো সমতা ফেরান। মোহাম্মদ সালাহর ক্রসে হেড করে জাল কাঁপান তিনি। কিন্তু ফুলহাম আবারও এগিয়ে যায়। ৭৬তম মিনিটে রবিনসনের ক্রসে রদ্রিগো মুনিজ স্কোর ২-১ করেন।

লিভারপুল সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে দ্বিতীয় হার এড়াতে পারেন স্লট। চমৎকার চেষ্টায় ফুলহাম কিপার বার্ন লেনোকে পরাস্ত করেন জোতা।

টানা দুই ম্যাচ ড্র করলেও শীর্ষস্থান থেকে বিচ্যুতি হয়নি লিভারপুলের। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে তারা। দ্বিতীয় স্থানে থাকা চেলসির (৩১) সামনে তাদের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামানোর সুযোগ। রবিবার ব্রেন্টফোর্ডকে স্বাগত জানাবে ব্লুরা।   

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here