গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজরা এবং গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন– ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কালেম্বরদী গ্রামের মৃত মোকাম্মেল মোল্লার ছেলে মাহবুর মোল্লা (৩৫) এবং গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকার কেরামত শেখের ছেলে রহমত শেখ (৩০)।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাক খুলনা যাচ্ছিল। কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে চালক মাহবুর মোল্লা মারা যান।’
অপরদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার মিয়াপাড়ায় মোবাইলফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রহমত শেখ। এলাকাবাসী তাকে দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহমত শেখের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি।