গ্রিসের গাভডোস দ্বীপের কাছে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ৩৯ জনকে। এখনও নিখোঁজ রয়েছে আরও ৪০ জন। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে নৌকাটি ডুবে যায় বলে জানায় গ্রিসের কোস্টগার্ড। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
কোস্টগার্ডের তথ্যমতে, গাভডোসের দক্ষিণে জাহাজ ও বিমানের সাহায্যে একটি বড় উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এদিন পৃথক আরেকটি ঘটনায়, একটি মাল্টা-পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ৪৭ অভিবাসীকে উদ্ধার করেছে। গাভডোস থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিমি) দূরে একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় দ্বীপ থেকে প্রায় ২৮ নটিক্যাল মাইল (৫২ কিলোমিটার) দূরে একটি ট্যাংকারের সাহায্যে আরও ৮৮ জনকে উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কোস্টগার্ড কর্মকর্তারা মনে করেন, লিবিয়া থেকে নৌকাগুলো একসঙ্গে ছেড়েছিল।
২০১৫-১৬ সালে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে প্রায় ১০ লাখ অভিবাসী গ্রিসে এসেছে। তাদের অধিকাংশই যাত্রীবোঝাই নৌকা করে সমুদ্র পাড়ি দেওয়ার মতো বিপজ্জনক পথ বেছে নিয়েছিল।
মধ্য ভূমধ্যসাগরে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন ক্রিট ও গাভডোস দ্বীপের কাছে এ ধরনের জাহাজডুবির ঘটনা গত বছরে বেড়েছে।
অভিবাসন মন্ত্রণালয়ের মতে, গ্রীসে চলতি বছর যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা অভিবাসীদের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রোডস ও দক্ষিণ-পূর্ব এজিয়ানে এ সংখ্যা বেড়েছে ৩০ শতাংশ।