বগুড়া সদর উপজেলায় আনিছার রহমান (৪০) নামে এক চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে স্বামী-স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মাটিডালী কালিবালার নেসকো অফিস এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে ওই তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
আহত আনিছার রহমান সদর উপজেলার বারপুর পাঁচবাড়িয়া গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলো- সদরের মধ্য কাটনারপাড়া এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে তপু ইসলাম (২০), তপুর স্ত্রী বৈশাখী খাতুন (১৯) এবং সুলতানগঞ্জ এলাকার নাঈম ইসলামের স্ত্রী রুহি খাতুন (২০)। রবিবার বিকালে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
আহত আনিছার রহমানের ছেলে আকাশ ইসলাম বলেন, ‘শনিবার রাত সোয়া ১০টার দিকে তিন ব্যক্তি শাখারিয়া যাওয়ার কথা বলে বাবার অটোরিকশা ভাড়া করে। মাটিডালীর কালিবালা এলাকায় পৌঁছালে তপু ইসলাম আমার বাবার পিঠে ছুরিকাঘাত করে অটো ছিনতাইয়ের চেষ্টা করে। বাবা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তিন ছিনতাইকারীকে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।’
বাবাকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে আকাশ আরও বলেন, ‘তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।’
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অটোরিকশা চালকের ছেলে আকাশ ইসলাম সদর থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে ওই তিন জনকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।’