ব্রিসবেনে ট্রাভিস হেড আর স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে তাদের ২৪১ রানের জুটিতে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারালেও দ্বিতীয় দিন শেষে তাদের প্রথম ইনিংসে স্কোর দাঁড়িয়েছে ৪০৫ রান।
পাঁচ ম্যাচের টেস্টে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে সুবিধাজনক জায়গায় নিয়ে গেছে মূলত হেডের দর্শনীয় ১৫২ ও স্থিতধী স্মিথের ১০১ রানের ইনিংস। সামনে বৃষ্টির সম্ভাবনা থাকায় এই পর্যায়ে জয়ের চেয়ে ড্রয়ের আশাই করতে পারে ভারত।
বৃষ্টির কারণে প্রথম দিন ১৩.২ ওভার মাঠে গড়িয়েছে। তবে রবিবার বল হাতে দারুণ সূচনা করে সফরকারী দল। প্রথম ঘণ্টাতেই তুলে নিতে পারে তিন উইকেট। ৩৮ রানের মধ্যে দুই ওপেনার উসমান খাজা (২১) ও নাথান ম্যাকসুয়েনিকে (৯) বিদায় দেন জসপ্রীত বুমরা। ৭৫ রানে নিতিশ কুমারের বলে মার্নাস লাবুশেনকেও হারালে ভালোই চাপে পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু তার পর ম্যাচের লাগাম নিজেদের কাছে নিতে পুরোপুরি অবদান রাখে হেড-স্মিথের অনবদ্য জুটি। চায়ের বিরতির পর দ্বিতীয় নতুন বলে বুমরা আবার আঘাত হানলেও ততক্ষণে স্বাগতিকদের সুবিধাজনক জায়গায় নিয়ে গেছেন স্মিথ-হেড। স্মিথকে ১০১ রানে ফিরিয়ে জুটি ভাঙেন বুমরা। তার পর হেডকেও ১৫২ রানে গ্লাভসবন্দি করিয়েছেন। ম্যাচ শেষের আগে ক্রিজে ছিলেন অ্যালেক্স ক্যারি (৪৫) ও মিচেল স্টার্ক (৭)।
বল হাতে ভারতের হয়ে দারুণ দিন কেটেছে শুধু বুমরার। ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। একটি করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও নিতিশ কুমার রেড্ডি।