স্কোর: বাংলাদেশ ৩ ওভারে ১৫/২ (আফিফ ০*, সৌম্য ৮*; তানজিদ ৬, লিটন ০)
টস হেরে শুরুটা দেখে শুনেই করতে হয়েছে বাংলাদেশকে। প্রথম ওভারে চার মারেন সৌম্য। তার পরের ওভারে তানজিদ হাসান। কিন্তু তৃতীয় ওভারে এসেই আকিল হোসেনের বলে পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। শুরুতে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে বোল্ড হয়েছেন তানজিদ হাসান। তিনি ফিরেছেন ৬ রানে। পরের বলে নতুন নামা ব্যাটার অধিনায়ক লিটন দাস তো সরাসরি আকিল হোসেনকেই ক্যাচ তুলে শূন্য রানে ফিরেছেন। তাতে ১৫ রানে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তবে শুরুর ম্যাচে টসভাগ্য বাংলাদেশের পক্ষে থাকেনি। টস জিতে তাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
গত জুনে সেন্ট ভিনসেন্টেই বিশ্বকাপের সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুটি ম্যাচ জিতলেও আফগানিস্তানের বিপক্ষে হার টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় নাজমুল হোসেন শান্তদের। কয়েক মাসের ব্যবধানে সেই সেন্ট ভিনসেন্টেই বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে মাঠে নামছে। পুরোনো দুঃখ যখন সঙ্গী, তখন নতুন করে সেন্ট কিটসে ওয়ানডেতে ধবলধোলাই হওয়ার তাজা ক্ষত ক্রিকেটারদের হৃদয়ে।
টস হেরেও ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস বলেছেন, উইকেট দেখে ভালো মনে হয়েছে। ১৮০ রান হলে সেটা হবে ভালো স্কোর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন পিচ দেখেছে তার চেয়ে এটা ব্যতিক্রম।
একাদশে কারা
বাংলাদেশের একাদশে রয়েছেন তিনজন পেসার, দুজন স্পিনার। ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের পর দলে ফিরেছেন শামীম হোসেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), শামিম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, আকিল হোসেন, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ ও ওবেড ম্যাককয়।